555
অনেকে ডাউনপেমেন্ট এবং ডিপোজিটকে একই জিনিস মনে করেন। বাস্তবে দুইটা দুই জিনিস।
আপনি যখন কোনো বাড়ি কিনবেন সেটা কেনার সময় আপনার অফার ফাইনাল হবার পর আপনাকে একটা ডিপোজিট দিতে হবে। ডিপোজিটটা দিতে হবে একটা সার্টিফাইড চেক, ব্যাঙ্ক ড্রাফট অথবা ব্যাংকে wire transfer এর মাধ্যমে। এই ডিপোজিট এমাউন্টের কোনো মিনিমাম অথবা ম্যাক্সিমাম নম্বর নেই। ডিপোজিটের এমাউন্ট টি একেকজনের ক্ষেত্রে একেকরকম। যেসব ক্রেতা বেশি সিরিয়াস তারা অনেক বেশি ডিপোজিট দিয়ে থাকে।
ক্লোসিং এর পূর্বে আপনাকে যখন ডাউনপেমেন্ট দিতে হবে তখন এই ডেপোসিটটা আপনার ডাউনপেমেন্ট থেকে মাইনাস হবে।
ডাউনপেমেন্ট, ডিপোজিট অথবা মর্টগেজ সংকান্ত যেকোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 647-882-8529
আমাদের তথ্য সম্পূর্ণ ফ্রি এবং এর বিনিময়ে আমাদের থেকে বাড়ি কেনা অথবা বেচা বাধ্যতামূলক নয়।