মর্টগেজ Pre-Approval কেন দরকার ?
মর্টগেজ Pre-Approval হচ্ছে বাসার কেনার পূর্বে সবচেয়ে প্রথম কাজ। তবে এটা অত্যাবশ্যক নয়। Pre-approval এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি সর্বোচ্চ কত দামের মধ্যে বাড়ি কিনতে পারবেন।
মর্টগেজ Pre-Approval কিভাবে হয় ?
আপনার ঋণদাতা ( ব্যাংক ) আপনাকে পৃ-এপ্রুভ করবে আপনি ব্যাংককে আপনার বর্তমান ফিনান্সিয়াল যেই ইনফরমেশন দিবেন সেটার ওপর ভিত্তি করে। তবে pre-approve করার সময় ব্যাংক আপনাকে কিছু শর্ত দিতে পারে। ব্যাংক আপনাকে pre-approve করবে আপনার ইনকাম, ক্রেডিট স্কোর , ডাউনপেমেন্ট এবং আরো কিছু তথ্যের ওপর ভিত্তি করে। pre-approval এ মূলত উল্লেখ থাকে আপনি সর্বোচ্চ কত দামের মধ্যে বাড়ি কিনতে পারবেন, আপনার ইন্টারেস্ট রেট কত হবে, কত বছরের মধ্যে মর্টগেজ পরিশোধ করতে হবে। Pre-approval প্রসেসের সময় আপনি লেন্ডারের সাথে আলাপ করবেন আপনার জন্য কোন মর্টগেজ ইন্টারেস্ট ( ফিক্সড নাকি ভ্যারিয়েবল ) বেশি কার্যকরী।
মর্টগেজ Pre-approval কয়দিনের জন্য ভ্যালিড থাকে?
Pre-approval সাধারণত ভ্যালিড থাকে ৬০, ৯০ অথবা ১২০ দিন পর্যন্ত। তবে পুরোটাই নির্ভর করে আপনি কোন ব্যাংক থেকে Pre-approval নিচ্ছেন তার ওপর।
অনেক হোম বায়াররা Pre-approval প্রসেসের মধ্যে দিয়ে যাননি অথবা Pre-approval পেতে গেলে কি কি করতে হয় সেই ব্যাপারে আরো অনেক প্রশ্ন থাকতে পারে।
মর্টগেজ Pre-Approval নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 647-882-8529
আমাদের তথ্য সম্পূর্ণ ফ্রি এবং এর বিনিময়ে আমাদের থেকে বাড়ি কেনা অথবা বেচা বাধ্যতামূলক নয়।